সম্পাদকীয়

যখন চিত্রকলামধুর হয়ে ওঠে বিজ্ঞাপনবিশেষ! ষড়যন্ত্রময় ধরণী, তোকে ঘরণী করিবার ইচ্ছা, ব্লীক রঙ! অকালবোধন প্রয়োজন এসবের। সজ্জা যখন হয়ে ওঠে কপালের মাঝখানে, বয়স তখন বা কতই। সালের এই সময়টিতে কি শারীরিকতা সুন্দর হয়ে ওঠে বাংলাদেশে। সুললিত হয় রুচিসম্মত রাবীন্দ্রিকতায়। কোনোখানে সরল হয় সত্য কৃষিভান্ডারের মত। আমরা যারা লেখালেখি করি, তারা প্রকৃত অর্থেই যে আর ভিখারী থাকি না এসময়! যেহেতু অমাবস্যা নিহীত হয়ে যায় নৃত্যরতায়। মণ্ডলে মণ্ডলে ছড়াতে থাকে তারাদের আবেগ।
                                                               সুতরাং বাকিটা বাঙ্ময়! বাগানতা উপভোগের ও ভূতপ্রেত একদিন কিছুকাল।।                         
                                                                -----পড়ে জানাবেন , অপারগ "সম্পাদকমন্ডলী"